চার সন্তান আর দিনমজুর স্বামী নিয়ে মিনু আক্তারের ছয় জনের সংসার। করোনার কারণে গত ৭ দিন কোনও কাজ করতে পারেননি তার স্বামী। আর গত দু’দিন ধরে তার চুলায় হাঁড়িও ওঠেনি। তাই না খেয়ে দিন পার করছিলেন তারা। এ অবস্থায় জেলা প্রশাসনের কথা মনে পড়লো। ভাবলেন, জেলা প্রশাসনকে ফোন করলে হয়তো তারা সহযোগিতা পাবে। সেই আশায় রবিবার রাতে ৩৩৩ নম্বরে কল করেন মিনু। এরপর রাত আনুমানিক ১১টার দিকে তার বাসায় ত্রাণসামগ্রী পৌঁছে যায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, কল সেন্টারের মাধ্যমে মিনুর কথা জেনে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তীকে নির্দেশ দেন প্রয়োজনীয়তা যাচাই করে ত্রাণ পৌঁছে দেওয়ার। তার নির্দেশে রাত ১১টার দিকে নগরীর খাজা গরীবে নেওয়াজ লেনে মিনুর ভাড়া বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে ছিল ২০ কেজি চাল, ৪ কেজি চিড়া, ২ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি নুডলস।