মধ্যপ্রাচ্য পাল্টে দেওয়ার আশা নিয়ে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

1

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে রবিবার (২ ফেব্রুয়ারি) দেশ ছেড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আশা, ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় মধ্যপ্রাচ্যকে পাল্টে দেওয়া সম্ভব হবে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
উড়োজাহাজে চড়ার আগে নেতানিয়াহু সংবাদমাধ্যমকে বলেছেন, মার্কিন রাজধানীতে হতে যাওয়া বৈঠকে ইসরায়েল ও সংশ্লিষ্ট অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে আলোচনা করা হবে। এরমধ্যে থাকবে, হামাসকে পরাজিত করা, সব জিম্মির মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল, মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বকে হুমকির মুখে রাখা ইরানি অক্ষের মোকাবিলা করা।
তিনি আরও বলেছেন, ট্রাম্পের অভিষেক হওয়ার পর বিদেশি নেতা হিসেবে তিনিই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন। তার দাবি, এর মধ্যে দিয়ে যেমন মার্কিন-ইসরায়েলি সম্পর্কের দৃঢ়তা প্রমাণিত হয়, তেমনি দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের শক্তিও ফুটে ওঠে।
গাজায় যুদ্ধের বিষয়ে তাদের সিদ্ধান্ত ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের নকশা পালটে দিয়েছে বলে মন্তব্য করে নেতানিয়াহু বলেছেন, আমাদের যৌথ সিদ্ধান্ত ও ইসরায়েলি সেনাদের বিক্রমে মধ্যপ্রাচ্যে নকশা বদলে গেছে। আমার বিশ্বাস, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমরা এর প্রভাব আরও বিস্তৃত করতে পারব। সেটাতে আসলে সবারই মঙ্গল হবে।
তিনি দাবি করেছেন, আমি বিশ্বাস করি, আমরা নিরাপত্তা জোরদার করতে, শান্তি বলয়ের আওতা বৃদ্ধি করতে এবং পরাক্রমের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে সমর্থ হবে। তার বক্তব্য থেকে ধারণা করা হয়, সৌদি আরবের সঙ্গে সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতাকারী দল গঠনের জন্য তোড়জোড় শুরু করেছে তেল আবিব।

তারা আরও বলেছে, মধ্যপ্রাচ্যের শান্তির স্বর্ণযুগ নিশ্চিত করতে জেরুজালেম ও রিয়াদের মধ্যে সুসম্পর্ক স্থাপনে সর্বাত্মক চেষ্টা করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন।