মধ্যপ্রাচ্যে শান্তির পথে ইসরায়েল বড় বাধা : এরদোয়ান

1

পূর্বদেশ ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বেনিয়ামিনি নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারই সবচেয়ে বড় বাধা। এই অঞ্চল ও পুরো বিশ্বকে একটি বড় বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাওয়া ছাড়া নেতানিয়াহুর জায়নবাদী আকাক্সক্ষার আর কোনো উদ্দেশ্য নেই। গতকাল শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেওয়া বক্তৃতায় এরদোয়ান এসব বলেন বলে জানিয়েছে আল জাজিরা।
তিনি বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন দফা আলোচনার আগে আগে ইসরায়েল যে হামলা চালায় তার লক্ষ্যই ছিল ওই আলোচনা বানচাল করে দেওয়া।খবর বিডিনিউজের।
এই ঘটনা (ইরানে হামলা) এটাও দেখাচ্ছে যে নেতানিয়াহু (এবং তার সরকার), কোনো ইস্যু বা বিষয়ের সমাধানই ক‚টনীতির মাধ্যমে করতে চান না, বলেছেন তুর্কি প্রেসিডেন্ট।
যেসব দেশের ইসরায়েলের ওপর প্রভাব রাখার সক্ষমতা রয়েছে তাদের প্রতি এরদোয়ান আহŸান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলের ‘বিষে’ কান না দেয় এবং উত্তেজনা না বাড়িয়ে সংঘাতের সমাধান আলোচনার মাধ্যমেই খোঁজে।
তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের আলোকে ইসরায়েলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপে প্রচেষ্টা জোরদারে মুসলিম দেশগুলোর প্রতিও আহবান জানিয়েছেন।