মদিনায় প্রবাসীদের জন্য নিষিদ্ধ হচ্ছে আরও ৪১ পেশা

77

মদিনায় প্রবাসীদের জন্য নিষিদ্ধ হচ্ছে আরও ৪১টি পেশা। এসব পেশাতে প্রবাসীরা কাজ করতে পারবেন না। এতে তারা হতাশায় ভুগছেন। জানা গেছে, সৌদি শ্রমমন্ত্রী আহমেদ বিন সুলেমান আল-রাজী সরকারি এক বিশেষ ডিক্রি ইস্যু করেছেন। এটি কার্যকর হলে এসব পেশায় প্রবাসীরা আর কাজ করতে পারবেন না। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে এ ডিক্রি কার্যকর হতে পারে।
নিষিদ্ধ হচ্ছে এমন পেশাগুলোর মধ্যে শফিং মল, মার্কেট, বাণিজ্যিক কেন্দ্র, এনজিও সংস্থার কাজ, হালকা যান চালক, নিরাপত্তা রক্ষী ও নিরাপত্তা কর্মকর্তা, অফিস সহকারি, টেলিফোন অপারেটর, অর্ডার গ্রহণকারী, বিক্রয় ও বিপণন প্রতিনিধি, বিক্রয় ও বিপণন সুপারভাইজার, নিরাপত্তা সুপারভাইজার, পর্যটন কর্মসূচী সুপারভাইজার, টেলিফোন অপারেটর সুপারভাইজার, সাধারণ সেবা সুপারভাইজার, অফিস সুপারভাইজার, রুম সার্ভিস সুপারভাইজার, সেক্রেটারি, প্রশাসনিক ক্লার্ক, তথ্য এন্ট্রি ক্লার্ক, নিরাপত্তা পরিচালক, ভারপ্রাপ্ত পরিচালক, প্রশাসনিক পরিচালক, পর্যটন পরিচালক, অফিস পরিচালক, খাদ্য পরিসেবা কর্মচারী, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক, কর্মী সম্পর্ক পরিচালক, গ্রাহক সেবা ব্যবস্থাপক, অধ্যক্ষ ও অভিনয় পরিচালকের কাজ উল্লেখযোগ্য।
উল্লেখিত পেশাগুলো প্রবাসীদের জন্য প্রাথমিকভাবে কেবলমাত্র মদিনা শহরে নিষিদ্ধ হলেও পর্যায়ক্রমে অন্য শহরেও নিষিদ্ধ হতে পারে। এ নিয়ে শঙ্কিত মদিনার পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা। তারা বলছেন, এসব পেশা নিষিদ্ধ হলে প্রবাসীদের জন্য আর কোন ভালো পেশাই অবশিষ্ট থাকবে না।
প্রবাসী আতিকউল্লাহ বলেন, আমরা খুব ভয়ের মধ্যে আছি। ২০ বছর ধরে মদিনায় ব্যবসা করছি। মনে হচ্ছে, সবকিছু ছেড়ে দিয়ে দেশে চলে যেতে হবে।
সাহাদাত হোসেন সাহেদ বলেন, সৌদিতে এসে খুব কষ্ট হচ্ছে, অনেক টাকা খরচ করে এসেছি। অনেক কষ্ট করে একটা চাকরির ব্যবস্থা করলাম। এখন পেশাগুলো বন্ধ হয়ে গেলে দেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোন রাস্তা নেই।