মডেল মসজিদ হবে ইসলামের সঠিক জ্ঞানের বাতিঘর

2

রাউজান প্রতিনিধি

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন বলেছেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ইসলামের সঠিক জ্ঞানের বাতিঘর। যা ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল শুক্রবার বাদে জুমা রাউজান জলিল নগরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আব্দুস সালাম খান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অংছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শহিদুল আলম, উপ-প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহজালাল মজুমদার, নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুর উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মীর হোসেন, ইসলামী ফাউন্ডেশন রাউজানের ফিল্ড সুপারভাইজার মো. মহিউদ্দিন, মাওলানা হাসান মুরাদ, আবদুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনতলা বিশিষ্ট এ মডেল মসজিদে নারী-পুরুষের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ও খতিবের প্রশিক্ষণ কার্যক্রম এবং শিশুদের ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ রাখা হয়েছে। পরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি জসিম উদ্দিন। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। মডেল মসজিদ নির্মাণের দায়িত্বে ছিল চৌধুরী এন্টারপ্রাইজ।