মজুভান্ডার দরবার শরীফে খোশরোজ শরীফ ১ জানুয়ারি

1

বোয়ালখালীর খিতাপচরস্থ অলিয়ে কামেল হযরত শাহ্ সূফী মোজাহেরুল হক শাহ্ (ক.) প্রকাশ মজু শাহ্’র বার্ষিক খোশরোজ শরীফ ১ জানুয়ারি দিনব্যাপী মজুভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, ছেমা, জিকির মাহফিল, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।
এতে সকলকে অংশগ্রহণ করতে মজুভান্ডার দরবার শরীফের পক্ষে মো. আবুল বশর, মো. নাছির উদ্দীন ও শাহজাদা মুহাম্মদ কফিল উদ্দিন লোকমান অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি