মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক নির্মাণ কাজে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে একটি বসতবাড়ির সীমানা দেয়াল। সড়কটির নাম আব্দুল ওয়াহাব সড়ক। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে। সড়কের নির্মাণ কাজে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে এনামুল হক কেরানী বাড়ির বাউন্ডারি দেয়ালটি। এর ফলে বন্ধ রয়েছে ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে সংস্কারাধীন সড়কের কাজ। দেয়াল সরানোর দাবিতে ১২ জানুয়ারি দুপুরে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আব্দুল ওয়াহাব সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় ছিল। এই সড়কে যানবাহন ও পথচারীদের পায়ে হাঁটাও দুঃসাধ্য হয়ে পড়েছিল। অবশেষে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও দেয়ালের কারণে পথিমধ্যে থমকে গেল সংস্কার কাজ। সড়কটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই পৌরসদর ও মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম। স্থানীয় এলাকাবাসী ও ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি সংস্কার কাজ শেষ করা নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন। আগামী ফেব্রæয়ারি মাসে সড়কের কাজের টেন্ডারের মেয়াদ শেষ হবে, ইতিমধ্যে কাজ শেষ হয়েছে মাত্র ৩০ শতাংশ। সড়কের নির্মাণ কাজের জন্য জন ও যান চলাচলও ব্যাহত হওয়ায় স্থানীয়রা দ্রæত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া আরিফ হোসেন জানান, এই সড়কের কাজ শুরু হওয়ার পর সড়কের পাশে থাকা গাছ, দেয়াল, পুরাতন স্থাপনাসহ সব ভেঙ্গে ফেলা হয়। কিন্তু কেরানী বাড়ির বাউন্ডারি দেয়ালটির কারণে সড়কের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দেয়াল সরিয়ে ফেললে সড়কের কাজ দ্রুত শেষ হয়ে যাবে। সড়কের উপর তৈরি করা হয় দেয়ালটি, ৪ ফুট ভিতরে নিয়ে দেয়াল করলে আজ এত সমস্যা হত না।
স্থানীয় ব্যবসায়ী খোরশেদ আলম জানান, একটি দেয়ালের কারণে সড়কের কাজ বন্ধ রয়েছে। সরকারী কাজ একবার বন্ধ হয়ে গেলে কাজ পুণরায় সেই কাজ নতুন করে শুরু করতে দীর্ঘসময় লাগে। তাই দ্রুত দেয়ালটি ভেঙ্গে সড়কের কাজের জন্য সুযোগ করে দিলে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হতো।
স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, সড়কের স্বার্থে সবার কম বেশি ক্ষতি হয়েছে। ওই দেয়ালের বিষয়ে এলাকাবাসী অনেকবার বাড়ির মালিককে বুঝিয়ে বলেছে। তারা দেয়াল ভাঙছে না। দেয়ালের কারণে সড়কের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। স্বল্প সময়ের মধ্যে সড়কের কাজ শেষ করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
সড়ক সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান এম.এ.কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম জানান, সড়কের ৬ ইঞ্চি পাশে দেয়ালটি। নতুন সড়কের জন্য দুই পাশে ৮ ফিট জায়গার প্রয়োজন। দেয়ালটির কারণে অন্যপাশের জায়গা বেশি নেওয়া হয়েছে। দেয়ালটি সরিয়ে ফেললে কাজ করতে আরো সুবিধা হবে। সড়কের মানও ভালো হবে। আমরা কাজ করতে পারছিনা।
মিরসরাই উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, সড়কের কাজ বন্ধ হয়নি। দেয়ালের পাশে সড়কের জায়গা না থাকায় সমস্যা হচ্ছে। বাড়ির সীমানা প্রাচীর দেওয়া মালিকের সাথে কথা হয়েছে। আশা করি দ্রæত সড়ক নির্মাণের কাজ শেষ হয়ে যাবে।