পূর্বদেশ অনলাইন
সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত বিশাল এক সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’।
সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় ১০০ কিমি এলাকায় উচ্চমাত্রার সোনার উপস্থিতি পাওয়া গেছে, যেখানে প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০.৬ গ্রাম সোনা শনাক্ত করা হয়েছে— যা আন্তর্জাতিক মানে “অত্যন্ত সমৃদ্ধ” হিসেবে বিবেচিত।
মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, “এই আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি অর্থনৈতিক ও প্রযুক্তিগত উভয় ক্ষেত্রেই এক ঐতিহাসিক পদক্ষেপ।”
বর্তমানে মানসুরা–মাসারাহ খনিতে প্রায় ৭০ লাখ আউন্স সোনা মজুত রয়েছে এবং প্রতিবছর প্রায় ২.৫ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়। নতুন খনির ফলে উৎপাদন বহুগুণে বাড়বে বলে আশা করা হচ্ছে।
শিল্প ও খনিজসম্পদমন্ত্রী বান্দার আলখোরাইফ বলেন, “এই আবিষ্কার সৌদি আরবের ভিশন ২০৩০-এর অর্থনৈতিক বৈচিত্র্যকরণের যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক।”
বিশেষজ্ঞদের মতে, নতুন এই সোনার ভাণ্ডার হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি, বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ, এবং সৌদি অর্থনীতিকে নতুন স্বর্ণযুগে প্রবেশ করাবে।











