মক্কায় নতুন ইতিহাস: মোহাম্মদ বিন সালমানের ঘোষণায় ‘কিং সালমান গেট’ উন্নয়ন প্রকল্প

31

পূর্বদেশ অনলাইন
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সম্প্রতি মক্কায় ঘোষণা দিয়েছেন এক বিশাল নগর উন্নয়ন প্রকল্পের—‘কিং সালমান গেট’। এটি মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) সংলগ্ন এলাকায় নির্মিত হবে, যার লক্ষ্য পবিত্র নগরীর অবকাঠামো, পরিবেশ ও সেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনা।
প্রকল্পটি প্রায় এক কোটি ২০ লাখ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত হবে এবং এটি হবে একটি বহুমুখী আধুনিক শহর উন্নয়ন পরিকল্পনা, যেখানে আবাসিক ভবন, আন্তর্জাতিক মানের হোটেল, বাণিজ্যিক কেন্দ্র, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিনোদন সুবিধা একত্রে থাকবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে প্রায় ৯ লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন—যা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের সুবিধার্থে একটি যুগান্তকারী উদ্যোগ।
নতুন এই উন্নয়ন অঞ্চলের সঙ্গে মক্কার জনপরিবহন ব্যবস্থা সরাসরি সংযুক্ত করা হবে, যাতে হাজি ও দর্শনার্থীদের চলাচল আরও সহজ হয়।
প্রকল্পের পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মক্কার ঐতিহ্য ও ইসলামি স্থাপত্যের সংরক্ষণে। প্রায় ১৯ হাজার বর্গমিটার ঐতিহাসিক এলাকা পুনর্নির্মাণ ও সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পবিত্র নগরীর প্রাচীন সৌন্দর্য ও ধর্মীয় ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে।
‘কিং সালমান গেট’ প্রকল্পটি বাস্তবায়ন করছে রু’আ আল-হারাম আল-মাক্কি কোম্পানি, যা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর অধীন একটি প্রতিষ্ঠান।
প্রকল্পটি সৌদি ভিশন ২০৩০-এর মূল লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—বিশেষ করে টেকসই নগরায়ণ, ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় পর্যটন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি। অনুমান করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে ২০৩৬ সালের মধ্যে তিন লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি হবে।