ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন

34

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ) বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার নেতাকর্মীদের নিয়ে নগরীর কোর্ট বিল্ডিং এলাকায় তিনি গণসংযোগ করেন।
গণসংযোগের পূর্বে নগরীর কোর্ট বিল্ডিং সোনালী ব্যাংক চত্বরে আইনজীবী ঐক্যফ্রন্টের আহবায়ক ও বার কাউন্সিল সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন কমিশন চট্টগ্রামসহ সারাদেশে নির্বাচনের ন্যূনতম পরিবেশ সৃষ্টি করতে পারেনি। বর্তমানে নির্বাচনী পরিবেশের আরো অবনতি হয়েছে। দেশে এখন ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে।
তিনি বলেন, ভোট কেন্দ্রে যাওয়া আমাদের দায়িত্ব। ভোট আমাদের পবিত্র আমানত। এই আমানত আমাদের রক্ষা করতে হবে। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্ত করতে হবে। তাই সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে ৩০ ডিসেম্বর সবাই ভোটকেন্দ্রে আসুন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা কোর্ট বিল্ডিং এলাকাসহ নগরীর বিভিন্ন সড়কে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবদুস সাত্তার সরওয়ার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, এডভোকেট সামশুল ইসলাম, এড. রফিক আহমদ, এড. কাসেম চৌধুরী, এড. আকবর আলী, এড. মেজবাহ উদ্দিন, এড. কাজী মো. সিরাজ, এড. লাভলী বেগম, এড. নাসির উদ্দিন চৌধুরী রনি, এড. হাসনা হেনা, এড. জেবুন নাহার লিনা, এড. মাসকুরা বেগম মেরী, এড. আলী আকবর সানজিক, এড. সরওয়ার হোসেন লাভলু, এড. মো. দেলোয়ার, এড. আবু মনসুর সিকদার, এড. ফেরদৌস মোর্শেদ খান, এড. জালাল উদ্দিন পারভেজ প্রমুখ। বিজ্ঞপ্তি