ভোরে দেশ ছাড়ছে যুবারা

31

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার (১৫ জুলাই) ভোর ৪.১৫ মিনিটের ফ্লাইটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওয়ানা দেবেন আকবর, তৌহিদরা।
সিরিজটিতে অংশগ্রহণকারী বাকি দুই দল ভারত এবং স্বাগতিক ইংল্যান্ড। প্রায় এক মাসের এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিবেন আকবর আলী, সহঅধিনায়ক হিসেবে থাকবেন তৌহিদ হৃদয়।
সিরিজটিতে সবমিলিয়ে আটটি ওয়ানডে খেলবে যুবারা। যেখানে চারটি ম্যাচ ভারতের বিপক্ষে এবং বাকি চারটি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
মূল সিরিজের আগে ১৮ জুলাই ইয়ং লায়ন্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবদল। এরপর ২২ জুলাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হবে তাঁরা। সিরিজের ফাইনাল ১১ আগস্ট।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।