দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। আজ শনিবার নিউজিল্যান্ডের ডুনেদিনে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর ৪টায়। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে আগামী ২৬ মার্চ বাংলাদেশ-নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত জয়ের স্বাদ পায়নি টাইগার ক্রিকেটাররা। তাই প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের লক্ষ্যেই স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে সফররত বাংলাদেশ দল। অধরা জয়ের নেশায় মুখিয়ে থাকা রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা স্বাগতিকদের হারানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।