ভোটের পারদে সর্বোচ্চ সর্বনিম্ন, আলোচনার মাত্রাও ভিন্ন ভিন্ন

36

সাঙ্গ হলো চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। করপোরেশন পেয়েছে নতুন মেয়র এবং কাউন্সিলর। ৪১ সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪০ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ১৪ কাউন্সিলর নিজেদের বিজয় ইতোমধ্যে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলের ভিত্তিতে। আলকরণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মৃতু্যৃজনিত কারণে ভোট অনুষ্ঠিত হয়নি। এদিকে সার্বিকভাবে নির্বাচনে ভোট কম পড়লেও কোনো কোনো প্রার্থী উল্লেখ করার মতো ভোট পেয়েছেন। আবার কোনো কোনো প্রার্থী একেবারেই কম ভোট পেয়ে এলাকায় আলোচনার জন্মও দিয়েছেন।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৩৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী জিয়াউল হক সুমন সর্বোচ্চ ৭৬ হাজার ৩৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের পেয়েছেন ৪ হাজার ৩৯৪ ভোট।
সংরক্ষিত ১৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহানুর বেগম ৯১ হাজার ২০২ ভোট পেয়ে নারী কাউন্সিলরসহ ৫৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার নিকটে থাকা প্রার্থী জাহিদা হোসাইন পেয়েছেন ১০ হাজার ১৯০ ভোট।
এদিকে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন ১ নং ওয়ার্ডের মোহাম্মদ ইলিয়াছ। তিনি টিফিন ক্যারিয়ার মার্কা নিয়ে ভোট পেয়েছেন মাত্র ২০টি।