পূর্বদেশ ডেস্ক
ভোজ্য তেলের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট ৫ শতাংশ কমানোর পাশাপাশি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার পৃথক আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এক আদেশে আমদানি পর্যায়ে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ।
অপর আদেশে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। খবর বিডিনিউজের।
আমদানি পর্যায়ে সবশেষ ভ্যাট কমানো হয়েছিল চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। রোজাকে সামনে রেখে এনবিআর প্রজ্ঞাপন দিয়ে সয়াবিন ও পাম তেলের আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছিল তখন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ গত ১৮ এপ্রিল সয়াবিন তেল ও পাম তেলের মূল্য সমন্বয় হয়েছিল।
বিশ্ববাজারে গত কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে সয়াবিন তেল ও পাম তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেলের মূল্য ১৪ দশমিক ৮ শতাংশ এবং আরবিডি পাম তেলের মূল্য ১৮ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে স্থানীয় বাজারে ভোজ্য তেলের দর স্থিতিশীল রাখতে শুল্ক ছাড়ের দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন।