ভুয়া অ্যাপ চিনবেন কীভাবে

1

মোবাইল অ্যাপ অথবা শুধু অ্যাপ হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার আপ্লিকেশন। একটি মোবাইল ডিভাইস (ফোন, ট্যাবলেট) ব্যবহার করার জন্য অ্যাপ খুবই প্রয়োজনীয়। অ্যাপ সাহায্য করে আমাদের কল করা, ছবি উঠাতে, যোগাযোগ করতে, ক্যালেন্ডার দেখতে। এছাড়া অ্যাপ ব্যবহার করে বর্তমানে বিশ্বের প্রায় অধিকাংশ লোক মোবাইল গেম খেলে।
তবে বর্তমানে ইন্টারনেট, গুগল প্লে স্টোর, অ্যাপল প্লে স্টোরে ভুয়া অ্যাপের ছড়াছড়ি। ভুল করেও যদি এমন ভুয়া অ্যাপ ফোনে বা কোনো ডিভাইসে ইনস্টল করে ফেলেন, তাহলেই সর্বনাশ। এমন অনেক ভুয়া অ্যাপ নেটদুনিয়ায় ছড়িয়ে রয়েছে যেগুলো একঝলক দেখলে বোঝার উপায় নেই কোনটা আসল কোনটা নকল।
এসব অ্যাপের মাধ্যমেই ক্ষতিকর ম্যালঅয়্যার ছড়িয়ে দিচ্ছে হ্যাকারেরা। না বুঝে এমন কোনো অ্যাপ ডাউনলোড করে ফেললেই আপনার ফোন বা ডিভাইসের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যেতে পারে। তারপর কখন যে আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাবে বুঝতেও পারবেন না। তাই নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে কিছু জিনিস খেয়াল করতেই হবে।
নতুন অ্যাপ ডাউনলোডের আগে কী কী দেখে নেবেন—
১. সবচেয়ে আগে দেখতে হবে অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময়, আর কী কী ফিচার রয়েছে। অনেক সময়ে একই নামে একাধিক অ্যাপ থাকে প্লে স্টোরে। সে ক্ষেত্রে দেখে নিতে হবে গ্রাহকেরা কী মতামত দিচ্ছেন, কত বার অ্যাপটি ইনস্টল করা হয়েছে, কোনো আপত্তিকর ছবি বা ভিডিও লিংকের সঙ্গে রয়েছে কিনা?
২. অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি দেখেন আপনার ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন ও আরো কিছু ব্যক্তিগত তথ্যের অনুমতি চাইছে, তাহলেই সতর্ক হতে হবে। এমন অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না।
৩. হয়তো নতুন কোনো অ্যাপ ডাউনলোড করেছেন, তার পরেই খেয়াল করছেন ফোনের চার্জ ঘন ঘন শেষ হয়ে যাচ্ছে। ফোন সম্পূর্ণ চার্জ দেওয়ার পরেও দেখলেন কিছুক্ষণের মধ্যে চার্জ ফুরিয়ে গেল। এটি ম্যালঅয়্যার ভাইরাসের লক্ষণ। ফোন মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাবে। ফোনের অ্যাপ্লিকেশনগুলো খুলতে অনেক সময় লাগবে। ইন্টারনেট বেশি খরচ হবে। এমন হলে সঙ্গে সঙ্গে অ্যাপটি ‘আনইনস্টল’ করে দেবেন।
৪. কোনো অ্যাপ ইনস্টল করলেই আগে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেবেন। যদি ভুয়ো অ্যাপ হয় বা তাতে ভাইরাস থাকে, তাহলে অ্যান্টিভাইরাস সফ্টঅয়্যার তা চিহ্নিত করতে পারবে।
৫. অ্যাপ ইনস্টল করার আগে দেখে নেবেন সেটি ঠিক কবে প্লে স্টোরে বা নেটে আপলোড করা হয়েছে। যদি দেখেন খুব সম্প্রতি অ্যাপটি আপলোড করা হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে অ্যাপটি অনেকে ডাউনলোড করছেন, তাহলে সাবধান হয়ে যান। বুঝতে হবে অ্যাপটি ভুয়া। আসল অ্যাপ বহু বার আপডেট করা হয়। তাই কখনোই একটি নির্দিষ্ট সময় বা দিন দেখায় না।
৬. অ্যাপের ডেসক্রিপশন পড়ুন। যদি সেখানে অসম্পূর্ণ বাক্য, ভুল বানান ও ব্যাকরণে লেখা থাকে এবং অ্যাপটির উৎস নিয়ে বিস্তারিত বিবরণ না থাকে, তাহলে সতর্ক হতে হবে।
৭. ফোনে নতুন কোনো অ্যাপ ইনস্টল করলে সব সময়ে গুগল প্লে স্টোরে গিয়ে স্ক্যান করে নেবেন। আর সেই অ্যাপ যদি অপ্রয়োজনীয় কিছু বিষয়ে অনুমতি চায়, যেমন আপনার তথ্য বা ব্যাংকের নথি অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড বিষয়ক তথ্য, তাহলে বুঝতে হবে অ্যাপটি ভুয়া।