স্পোর্টস ডেস্ক
ভুটানের নারী ফুটবল লিগে অভিষেক ম্যাচেই জোড়া গোল পেয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। সোমবার কৃষ্ণার ট্রান্সপোর্ট ইউনাইটেড ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব-১৭ গেলেফু অ্যাকাডেমিকে।
সোমবার ভুটানের লিগে শুরু থেকেই একাদশে থেকে কৃষ্ণা ৬৩ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করে উলাসে মেতে ওঠেন। তিনি দ্বিতীয় গোলটি করেছেন ম্যাচের ৭৮ মিনিটে। আলতো ছোঁয়ায় বল জড়িয়ে দেন জালে।
প্রথম ম্যাচে জোড়া গোল করতে পেরে উচ্ছ¡সিত কৃষ্ণা বলেছেন, ‘আসলে অনেক দিন পর খেলতে নেমেছি। যে কারণে মিসগুলো হয়েছে। পরের ম্যাচগুলো আরও ভালো খেলার চেষ্টা থাকবে। তবে গোল পাওয়ায় খুশি, আত্মবিশ্বাস আরও বেড়েছে।’