স্পোর্টস ডেস্ক
আসন্ন ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক ইমরান হোসেন তুষার। দেশের বর্তমান পরিস্থিতিতে হোম ম্যাচ খেলা কিছুটা অনিশ্চিত। তবে হোম ম্যাচ না খেলতে পারলেও অ্যাওয়ে ম্যাচে খেলার বিষয়ে চেষ্টা করছে বাফুফে। এই ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলার আশা জানিয়েছিলেন তুষার। তবে এই উইন্ডোতে তার খেলা হচ্ছে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। তবে হামজার সঙ্গে আলাপ চলছে। তুষার বলেছেন, ‘হামজার পাসপোর্ট হয়ে গেছে। তার এজেন্টের সঙ্গে আমাদের আলাপ চলছে। আশা করি দ্রæতই আপনাদের একটি সুসংবাদ দিতে পারবো।