ভিলাকে হারালো লিভারপুল ম্যানসিটির টানা ৪র্থ হার

4

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই ছিল লিভারপুল। শনিবার রাতে ভিলাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। অন্যদিকে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ম্যানসিটি। এতে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটি থেকে এখন ৫ পয়েন্ট বেশি আর্নেস্টের শিষ্যদের। ১১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ২৮। সমান ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটির পয়েন্ট ২৩। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নটিংহ্যাম ফরেস্ট। অন্যদিকে টানা তৃতীয় হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে চলে গেছে ভিলা। ওল্ড ট্রাফোর্ডে শনিবার ২০ মিনিটে লিভারপুলের প্রথম গোল ছিল চোখ ধাঁধানো কাউন্টার অ্যাটাকে। ডারউইন নুনেজের কাছে বল পাস দেন সালাহ।
উরুগুয়ে ফরোয়ার্ড ডান পায়ের দারুণ শটে বল জমা করেন ভিলার জালে। ৮৪ মিনিটে ভিলার ম্যাচে ফেরার পথ কঠিন করে তোলেন সালাহ। দুর্দান্ত গোলে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মিশরীয় ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটি সালাহর ১০ম গোল। এই মৌসুমে ১০টি অ্যাসিস্টও আছে মিশরীয় তারকার। কোচিং ক্যারিয়ারে পেপ গার্দিওলার কতশত অর্জন, সেখানে হয়তো কলঙ্কের দাগ ফেললো এই দিনটা। ব্রাইটনের কাছে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে ম্যানসিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হার। কোচ হিসেবে কখনও টানা চার হার দেখেননি গার্দিওলা। ব্রাইটন ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। ১৮ বছরে প্রথমবার টানা চার হার দেখলো সিটি, ২০০৬ সালের পর প্রথমবার। এই হারে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি।