ভিন্নষড়জ’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ‘ম্যহফিল’

6

ভিন্নষড়জ’র গৌরবের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ‘ম্যহফিল’ ১৬ মে বিকাল ৪:৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্যদ্বয়। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ ও চবি ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ও ভিন্নষড়জ’র প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম কৌশিক আহমেদ। অনুষ্ঠানে চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, চবি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা ও সাংষ্কৃতিক কর্মকান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও সাংষ্কৃতিক কর্মকান্ড বিনিময় প্রতিষ্ঠান তথা ব্যাক্তিদের সমৃদ্ধ করে। মননশীল ও সৃজনশীল সংগীতের প্রতি মনোনিবেশ করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।” উপাচার্য আরও বলেন, “একাডেমিক কর্মকান্ডসহ সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল মানবসম্পদ তৈরির জন্য ‘স্মার্ট শিক্ষা’ বাস্তবায়ন করতে হবে।” তিনি বলেন, “দেশের স্বাধীনতার সংগ্রাম শেষ হলেও মুক্তির সংগ্রাম এখনো চলমান রয়েছে।” উপাচার্য এ দেশের অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধি আনয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান।