স্পোর্টস ডেস্ক
ষষ্ঠ স্থানে নেমে যাওয়া থেকে স্রেফ কয়েক মিনিট দূরে ছিল ব্রাজিল। সেই সময়ে ত্রাতা হয়ে এলেন ভিনিসিউস জুনিয়র। ভাগ্যেরও একটু ছোঁয়া পেলেন এই তারকা ফরোয়ার্ড। যোগ করা সময়ের অষ্টম মিনিটে তার গোলে কলম্বিয়াকে হারাল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল। রাফিনিয়া শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান কলম্বিয়ার লুইস দিয়াস। পরে অন্তিম সময়ে ব্যবধান গড়ে দেন ভিনিসিউস। গত নভেম্বরে দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। ব্রাজিলের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছিলেন লিভারপুলের ফরোয়ার্ড লুইস দিয়াস। এই গোলে পয়েন্ট টেবিলে বড় একটা লাফ দিল ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উঠে এলো দুই নম্বরে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে উরুগুয়ে। বাংলাদেশ সময় শনিবার সকালে মুখোমুখি হবে তারা। চিলিকে হারিয়ে চারে উঠে এসেছে প্যারাগুয়ে। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্েয পিছিয়ে দলটি। ২৬ মার্চ ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।