দুবাইয়ে আইসিসির বোর্ড সভা হওয়ার কথা ছিল ২৬ থেকে ২৯ মার্চ। কিন্তু করোনাভাইরাসের কারণে সভাটি এখন হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ কোনও বিষয় থাকলে, সেটির সিদ্ধান্ত নেওয়া হবে ভিডিও কনফারেন্সে। মূল বোর্ড সভা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি হিসেবে আইসিসি মে মাসের শুরুর কথা উল্লেখ করেছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কনোরাভাইরাসের বিষয়টি আইসিসির সব সদস্য অবগত। এই ভাইরাসের মহামারির কথা বিবেচনায় নিয়ে আইসিসি এ মাসের শেষ দিকে দুবাইয়ের সভাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে।’ একই সঙ্গে আইসিসি নিশ্চিত করেছে পূর্ণাঙ্গ সভা মে মাসে হবে, ‘শুধুমাত্র জরুরি সিদ্ধান্তগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া হবে। পূর্ণাঙ্গ বোর্ড সভা হবে মে মাসের শুরুতে।’