ভিটেমাটি রক্ষার দাবিতে সড়কে হাজারো মানুষ

1

কক্সবাজার প্রতিনিধি

নিজেদের ঘরবাড়ি ও জমি রক্ষায় শহরের প্রধান সড়ক বন্ধ করে মানববন্ধন করেছে কক্সবাজার শহরের ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার হাজার হাজার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার দুপুরে এই মানববন্ধনে অংশ নেয় ওই এলাকার উচ্ছেদের হুমকির মুখে পড়া হাজারো মানুষ। তারা বলছে- প্রশাসনকে ‘মিথ্যা ও ভুল’ তথ্য দিয়ে শত শত পরিবারের বাপ-দাদার আমলের বসতভিটা কোস্ট গার্ডের নামে বন্দোবস্ত করে নিয়েছে। এই ঘটনায় তারা নিজেদের বসতভিটা রক্ষায় আন্দোলনে বাধ্য হয়েছেন।
অর্ধশতাধিক পরিবার ও উত্তর নুনিয়াছড়া সমাজ কমিটির দাবি- কোস্ট গার্ডকে অন্যত্র জমি বরাদ্দ, নয়তো নিজেদের আবাসভ‚মি রক্ষায় প্রাণপণ আন্দোলন চালিয়ে যাবো। সরকার চাইলে একই এলাকায় অন্যত্র কোস্ট গার্ডকে জমি বরাদ্দ দিতে পারে। কিন্তু সেটি না করে যদি জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়- তা প্রাণ দিয়ে প্রতিহত করবে এলাকাবাসী।
এসময় তারা চারটি দাবি তুলে ধরেন। এই দাবিগুলোর মধ্যে আছে, তারা পূর্বপুরুষদের বসতিতেই থাকতে চায়, কোনো অবস্থাতেই স্থানান্তরিত হবেন না। কোস্ট গার্ডকে একই এলাকায় অন্যত্র জমি বরাদ্দ দেয়া। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সৃজন করা কোস্টগার্ডের খতিয়ান বাতিল করা। কোনো অবস্থাতেই জনবসতি উচ্ছেদ না করা এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এসব দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে ওই মানববন্ধনে হাজারো নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
উত্তর নুনিয়াছড়া সমাজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশাসহ এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মানববন্ধনে নেতৃত্ব দেন। মানববন্ধন চলাকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এবিষয় নিয়ে দু’পক্ষকে নিয়ে আজ জেলা প্রশাসক বৈঠকে বসবেন- এমন আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা।