নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ভিআইপি টাওয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভিআইপি টাওয়ার শপিংমল শ্রমিক ইউনিয়নের একটি জরুরি তলবি সভা। সংগঠনের নেতা মঈন উদ্দিন মো. হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং বীরমুক্তিযোদ্ধা তপন দত্ত। সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম-সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর আলম, হোটেল সেন্টমার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান এবং শ্রমিক নেতা মো. নূরে আরফান প্রমুখ। বিজ্ঞপ্তি