ভাড়ায় টাকায় ফ্ল্যাট লঙ্কাবাংলা ও র‌্যাংকস এফসির চুক্তি

240

র‌্যাংকস এফসির গ্রাহকদের জন্য গৃহঋণ অর্থায়নে সম্পূর্ণ নতুন ধারার হোম লোন সুবিধা চালু করেছে লঙ্কাবাংলা ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট। গতকাল র‌্যাংকস এফসির কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মাঝে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন র‌্যাংকস এফসির সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন এবং লঙ্কাবাংলার এসইভিপি এবং হেড অব রিটেইল সার্ভিস খুরশেদ আলম।
এই চুক্তির আওতায় নুন্যতম ৬০/৭০ হাজার টাকা মাসিক আয় করছেন এমন কেউ লঙ্কা বাংলা থেকে সর্বোচ্চ ত্রিশ বছর সময়ে ফ্লেস্কি কিস্তি সুবিধায় একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে পারবেন। এই সুবিধা প্রাথমিকভাবে চট্টগ্রামে শুধু র‌্যাংকস এফসির গ্রাহকদের জন্যই থাকছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলার ভিপি এবং আগ্রাবাদ শাখার প্রধান সোলেমান হোসাইন, হেড অব হোম লোন শাহরিয়ার পারভেজ, জিইসি শাখার প্রধান সাজ্জাদ হোসাইন, র‌্যাংকস এফসির হেড অব ফিন্যান্স হানিফ বিল্লাহ, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন জাবেদুর রহমান, হেড অব সেল্স মোহাম্মদ মহিউদ্দীন, সিনিয়র ম্যানেজার মীর মোয়াজ্জেম হোসেন, হেড অব অডিট সঞ্জয় নাথ, কাস্টমার সার্ভিস এর ইনচার্জ ইমতিয়াজ বাশার প্রমুখ। খবর বিজ্ঞপ্তির