ভাস্কর্য ও শিল্পাঙ্গন ধ্বংসের প্রতিবাদে উদীচীর সংস্কৃতিকর্মী সমাবেশ

3

দেশের ঐতিহ্যবাহী ভাস্কর্যশিল্প, শিল্পাঙ্গন ধ্বংস ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চেরাগি পাহাড় চত্বরে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে সংস্কৃতিকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম থিয়েটারের দলপ্রধান এডভোকেট দীপক চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কবি ইউসুফ মুহাম্মদ, সহ-সভাপতি সংগীত শিক্ষক মিসকাতুল মমতাজ মুমু ও সাধারণ সম্পাদক পার্থ প্রতিম মহাজন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য নাট্যজন বাপ্পা চৌধুরী ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি, কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সদস্য সুনীল ধর প্রমুখ। সভায় বক্তারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী ভাস্কর্য, সামপ্রদায়িক হামলা ও সংখ্যালঘুদের উপর নির্যাতন, হামলা, ডাকাতি, হত্যাকান্ড প্রতিহত করা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণসহ অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহবান ও ছাত্র জনতার গণআন্দোলনে অর্জিত বিজয় যেন কোনো সামপ্রদায়িক অপশক্তির দ্বারা নস্যাৎ হতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। সভায় উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি