ভালোবাসা দিবসের নাটক ‘তোমায় পাবো কি?’

1

ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। আবারও জুটি বাঁধলেন তারা। ভালোবাসা দিবস উপলক্ষে ‘তোমায় পাবো কি?’ নাটকে দেখা যাবে তাদের রসায়ন। ‘তোমায় পাবো কি?’ নাটকে ইয়াশ রোহান রুদ্র নামের চরিত্রে অভিনয় করেছন। অন্যদিকে চিত্রা নামের চরিত্রে অভিনয় করেছেন তটিনী। নাটকের গল্প এমন- রুদ্র গায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে চেষ্টা করছে। তার আশা, একটা জুতসই সুযোগ পেলেই ভাগ্য বদলে যাবে তার। সেই অপেক্ষায় আছে সে। অন্যদিকে চিত্রা একটি ছিমছাম পরিবারে বেড়ে উঠেছে। রুদ্র’র সঙ্গে তার কয়েক বছরের সম্পর্ক। এতদিনের সম্পর্কে সে একবারের জন্যও রুদ্রকে হতাশ হতে দেয়নি। রুদ্র যখনই ভেঙে পড়েছে, প্রতিবার স্তম্ভ হয়ে তার পাশে দাঁড়িয়েছে চিত্রা। চট্টগ্রামের সিআরবি, বাটালি হিল, পতেঙ্গা, বায়েজিদ লিঙ্ক রোড, পারকি বিচ, নিউ মার্কেট, চারুকলায় ১৩-১৭ জানুয়ারি নাটকটির শুটিং হয়েছে।