ভালবাসার অপর নাম সিজেকেএস তৌহিদুল ইসলাম

1

আমার পূর্ববর্তী কর্মস্থল সিজেকেএস এর কলিগদের সাথে অনেকদিন পর আজ (২ নভেম্বর ২০২৪) দেখা হল। এম এ আজিজ স্টেডিয়ামে ২০১২ থেকে ২০১৬, চার বছর চাকরি করেছি। এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ আমাকে যেভাবে সাদরে গ্রহণ করেন, তা আমার জন্য অনেক কিছু। তাদেরকে সব সময় মনে পড়ে। নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে জনাব আল্লামা মো. ইকবাল, জনাব মোহাম্মদ ইউসুফ এখন বেঁচে নেই। তাঁরা আমাকে খুব স্নেহ করতেন। মহান আল্লাহ তাঁদের জান্নাতবাসি করুন। স্টেডিয়ামের কথা মনে পড়লেই তাঁদের জন্য মন পোড়ে। তাছাড়াও এই প্রতিষ্ঠানের কর্মকর্তা সর্বজনাব আ.জ.ম নাছির উদ্দীন, মো. হাফিজুর রহমান, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সৈয়দ আবুল বশর, এ কে এম আবদুল হান্নান আকবর, জিএম হাসান, শাহজাদা আলম, আ ন ম ওয়াহিদ দুলাল, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, এস এম শহীদুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, আমিনুল ইসলাম, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, মো. কামাল উদ্দিন, কাজী জসিম উদ্দিন, রেজিয়া বেগম ছবি, ফজল রব্বান সুইট, কল্লোল দাশ, শওকত হোসাইনসহ আরো অনেক প্রিয় ক্রীড়া সংগঠক আমাকে সব সময় সাপোর্ট দিয়েছেন।
চট্টগ্রামের বিভিন্ন গণ মাধ্যমের ক্রীড়া সাংবাদিক সর্বজনাব সাইফুল্লাহ্ চৌধুরী, সুলতান মাহমুদ সেলিম, এ জেড এম হায়দার, জাকির হোসেন লুলু, দেবাশীষ বড়–য়া, নজরুল ইসলাম, রুমু বড়–য়া সব সময় অনুপ্রেরণা দিয়েছেন। প্রশাসনিক কর্মকর্তা জনাব সৈয়দ সরওয়ার আলমও সহ প্রশাসনিক কর্মকর্তা জনাব আবুল কালামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আমার সকল ভুল তাঁরা ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখেছেন। সব সময় আমাকে সহ্য করেছেন। কলিগ চিরঞ্জিব বাবু, আমির হোসেন, াাজিজুল হক বুলবুল, মঈন উদ্দিনসহ ছবিতে থাকা সকল কলিগদের ধন্যবাদ জানাই। তারা সব সময় আমাকে সহযোগিতা করেছেন। বিসিবি’র কর্মকর্তা জনাব শাহিন হোসেন আমাকে ছোট ভাইয়ের মতো করে কাজ শিখিয়েছেন, সব সময় ভাল পরামর্শ দিতেন। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা আমার জীবনের একটি পার্ট। সবশেষে কৃতজ্ঞতা জানাচ্ছি ক্রীড়া সাংবাদিক, সিনিয়র আম্পায়ার জনাব আরিফুল হক এর প্রতি। তিনি আমাকে সিজেকেএস এ চাকুরীর বিজ্ঞাপন হাতে দিয়ে বলেছিলেন- এখানে আবেদন করেন। মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সবাই আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
লেখক: সিআইডি কর্মকর্তা