সাতকানিয়া প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যে হুঙ্কার দিচ্ছে আমরা সঙ্গে সঙ্গে তার জবাব দিচ্ছি। ভারতীয় মিডিয়া প্রচুর মিথ্যাচার করছে। এগুলোর জবাব ও তা যে মিথ্যা এর প্রমাণ আপনারা দিচ্ছেন, আপনারাই দিতে পারবেন। আপনারা আরও ভালো করে এসব মিথ্যাচারের উত্তর দিন। আমরা আহবান জানাব আপনারা এসব বিষয়ে আরও বেশি সোচ্চার হউন। ভারতের মিডিয়াগুলোর অপপ্রচারের জবাব দেয়া হচ্ছে। দেশের সীমান্ত রক্ষায়, দেশের ভূখন্ড রক্ষায় যা যা করা দরকার আমরা তা তা করছি। বাংলাদেশের সীমান্ত এলাকার আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত।
তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন।
সকাল ৯ টায় বিজিটিসিঅ্যান্ডসি’র বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিটিসিঅ্যান্ডসির কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান ডেপুটি কমান্ডেন্ট কর্নেল মোহাম্মদ সোহেল উস সামাদ। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর কেএইচ ইমরোজ হাসনাঈন। প্যারেড অ্যাডজুটেন্ট ছিলেন এডিকেএইচএম গোলাম কিবরিয়া। এছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় অসামরিক প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ভারতীয় সীমান্তে হত্যা বন্ধে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে। আমরা চেষ্টা করছি যেন হত্যা বন্ধ হয়। তবে সীমান্তে হত্যা শূণ্যের কোটায় আসেনি এটা হচ্ছে সত্যি কথা। তবে শেষ যে দু’টি হত্যা হয়েছে সেগুলো খাসিয়াদের নিজেদের মধ্যে সমস্যা। খাসিয়া পল্লীতে একটু সমস্যা এখনও রয়ে গেছে। এপারেও খাসিয়া আছে, ওপারেও খাসিয়া রয়েছে। তারা মাঝেমধ্যে এপার থেকে ওপারে যায়। তাদের নিজেদের মধ্যে শত্রুতা আছে। অনেক সময় তারা সেটা (শত্রুতা) উদ্ধার করে’।
তিনি আরও বলেন, ‘ভারত যে হুঙ্কার দিচ্ছে আমরা সঙ্গে সঙ্গে তার জবাব দিচ্ছি। দেশের সীমান্ত রক্ষায়, দেশের ভূখন্ড রক্ষায় যা যা করা দরকার আমরা তা তা করছি’।
মিয়ানমার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের শঙ্কার কোনো কারণ নেই। গতকাল আমি মিয়ানমার সীমান্ত পরিদর্শন করে এসেছি। সেখানে ওই ধরণের কোনো উত্তেজনা নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। আরাকান আর্মি আমাদের অপজিটে যেই জায়গাগুলো সেগুলো দখল করে নিয়েছে। এক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছে। মিয়ানমার বাহিনীর সঙ্গে কোনো পতাকা বৈঠক করার কোনো জায়গা নেই। কারণ তারা এপারে আসতে পারছে না। বাংলাদেশের শঙ্কার কোনো কারণ নেই, একেবারেই শঙ্কার কোনো কারণ নেই’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কখনো কখনো বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধ হয়ে যায়। মিয়ানমার সীমান্তের ওপারের বেশিরভাগ জায়গা আরাকান আর্মি দখল করে নিয়েছে। কখন কার সঙ্গে কিভাবে সম্পর্ক রাখতে হবে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সেন্টমার্টিনে যেতে ওরা কিন্তু আমাদের বিজিবি বা কোস্টগার্ডকে বাধা দেয় না। কিন্তু আমাদের যে বড় বড় জাহাজগুলো আছে সেগুলো মাঝেমধ্যে তারা বাধা দেয়। এগুলো নিয়ে আমরা নেগোশিয়েট করছি। হয়তো অচিরেই এই সমস্যা সমাধান হয়ে যাবে’।
সকাল ৯ টায় প্রধান অতিথিকে সশস্ত্র সালাম দেওয়ার মধ্য দিয়ে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ভাষণ দেন।
প্রসঙ্গত, দীর্ঘ ২৩ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলভাবে শেষ করে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের সদস্যদের সৈনিক জীবনের সূচনা হলো।