ভারত ম্যাচে খেলতে দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

1

স্পোর্টস ডেস্ক

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় বাংলাদেশের ফ্লাইট ধরেছিলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার পৌনে ১২টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারকা ফুটবলার। ২৭ বর্ষী মিডফিল্ডারকে বরণ করে নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাসহ সিলেটের মানুষ।
সিলেটে হামজাকে বরণ করে নিতে বাফুফের কর্মকর্তাসহ সাধারণ মানুষের আগ্রহের কমতি ছিল না। বিমানবন্দরের বাইরে বড় ব্যানার হাতে ভক্ত-সমর্থকদের দেখা গেছে। তারা লিখে এনেছেন, হামজা চৌধুরী, বাংলাদেশে অভিনন্দন। সিলেট বিমানবন্দরে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। হামজার সফরে সঙ্গে আছেন মা, স্ত্রী ও সন্তানরা।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। সৌদি আরবের তাইফে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। ২৫ মার্চ শিলংয়ে খেলবে বাংলাদেশ।
গত ১৯ ডিসেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী হামজা জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পান। তখন প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলতেন ২৭ বর্ষী মিডফিল্ডার। এ মৌসুমে ধারে খেলছেন ইংলিশ দ্বিতীয় সারির চ্যাম্পিয়নশিপ শেফিল্ড ইউনাইটেডে।