ভারত গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার: তালেবান

1

আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান ভারতকে একটি ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার’ বলে উল্লেখ করেছে। বুধবার (৮ জানুয়ারি) দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠকের পর এ মন্তব্য এসেছে। ২০২১ সালে কাবুল দখলের পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের আলোচনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
ইরানের এই বন্দরটি ভারত বিকাশ করছে, যাতে পাকিস্তানের করাচি ও গওয়াদার বন্দরের ওপর নির্ভরতা এড়ানো যায়। বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনীতিমুখী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে ইসলামিক আমিরাত (আফগানিস্তান) ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে কাজ করতে এবং বাণিজ্য সম্পর্ক বাড়াতে তারা আগ্রহী।