ভারত ও মিয়ানমার থেকে এল ৩৭ হাজার টন চাল

1

নিজস্ব প্রতিবেদক

ভারত ও মিয়ানমার থেকে মোট ৩৭ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ১৫ হাজার টন সিদ্ধ চাল এবং জি-টু-জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল আমদানি করা হয়। গতকাল বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জি-টু-জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টোরি আর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে থাকা এসব চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিয়ানমার থেকে আসা আমদানিকৃত চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙ্গর করেছে। বুধবার মধ্যরাত থেকে চাল খালাস শুরু হবে। একইসঙ্গে ভারত থেকে চাল নিয়ে আসা জাহাজটি জেটিতে ভেড়ানোর শিডিউল না পাওয়ায় বহিঃনোঙ্গরে অবস্থান করছে। ইতোমধ্যে চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের মধ্যে জাহাজটি জেটিতে ভিড়তে পারবে। এরপর খালাস কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ দুটি জাহাজ থেকে চাল খালাসের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সাড়ে ২৪ হাজার টন চাল নিয়ে মিয়ানমার থেকে চট্টগ্রাম বন্দরে আসে দুটি জাহাজ। জাহাজ দুটির মধ্যে এমভি গোল্ডেন স্টার নামে একটি জাহাজে ছিল ২২ হাজার টন। অপরদিকে এমভি এমসিএল-১৯ জাহাজে ছিল আড়াই হাজার টন। এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে জাহাজ এমভি টানিস ড্রিম।