ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সম্মিলিত পেশাজীবী নেতৃবৃন্দ। অবিলম্বে মুসলিম নির্যাতন বন্ধ ও ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সম্মিলিত পেশাজীবি পরিষদ নেতৃবৃন্দ। ২০ মার্চ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, মুসলিম স¤প্রদায়ের কাছে রমজান হলো পবিত্র মাস। এ মাসে অধিক ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন বিশ্বের মুসলমানেরা। কিন্তু দুঃখজনক সত্য হলো, ভারতের মুসলমানরা পবিত্র রমজানেও নিরাপদ থাকতে পারছেন না। তাদের ওপর অতর্কিত হামলা করা হচ্ছে। প্রতিবাদ করতে গেলে পিটিয়ে জখম করা হচ্ছে। বাড়ি-ঘরের মা-বোনেরাও নিরাপদে নেই। তাদের ওপরও হামলা হচ্ছে। বিবৃতিতে ন্যাক্কারজনক এসব হামলা ও নির্যাতনের নিন্দা জানানো হয় এবং নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে বিশ্ব উম্মাহর প্রতি আহŸান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নসরুল কদির, ড্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম জানে আলম, রোটারিয়ান জসিম উদ্দিন ও সাংবাদিক নেতা কামরুল হুদা প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি