স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল ভারতে পৌঁছে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সন্ধ্যা ৬টার দিকে এক ভিডিও পোস্ট করে এই খবর নিশ্চিত করেছে। রবিবার দুপুর একটার ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন নাজমুল হোসেন শান্তরা। প্রবল বৃষ্টির মাঝে বাংলাদেশ দলকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রিকেটপ্রেমী ভক্তরা। শনিবার দুপুরের ফ্লাইটে ১৬ সদস্যের দলের ১৫ জন ভারতের উদ্দেশে দেশ ছাড়েন। বাকি ছিলেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। ভারত সিরিজের আগে পাকিস্তানে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট ম্যাচের সিরিজে দারুণ জয়ের পর খুব একটা বিশ্রামে ছিল না বাংলাদেশ দল। জাতীয় দলের কোচিং স্টাফ ছাড়াই স্থানীয় কোচদের তত্ত¡াবধানে চলে ক্রিকেটারদের অনুশীলন কার্যক্রম।
অধিনায়ক শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস ঘাম ঝরিয়েছেন মিরপুরের ২২ গজে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চেন্নাইয়ের এম এ চিদাম্বারম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বরে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বরে কানপুরে।