ভারতে করোনাভাইরাসের ভয়াবহ অবস্থার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের আসর। কিন্তু আগামী ছয়মাসের মধ্যে দেশটির সার্বিক পরিস্থিতি কতটা ঠিক থাকবে সেটাই ভাবাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে। এমতাবস্থায় বিকল্প কিছু ভাবতে হচ্ছে আইসিসিকে। আইসিসির এক সূত্র থেকে জানা যায়, হাতে মাস ছয়েকের মতো সময় আছে, এখনই চূড়ান্ত কিছু বলে দেয়ার সময় হয়নি। তবে ভারতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে তারা। যদি বিকল্প ব্যবস্থা করতেই হয়, সেটাও ভেবে রাখা হয়েছে। সেক্ষেত্রে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ভাবা হচ্ছে শ্রীলঙ্কার কথাও।