ভারতের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

1

ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত সাত জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ধর্মীয় রীতি মোতাবেক স্নানের জন্য আগত লাখ লাখ ভক্তদের সমাবেশে এই বুধবার (২৯ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ঘটনার পর ধারণকৃত ভিডিও ও স্থিরচিত্রে দেখা গেছে, স্ট্রেচারে করে মৃত ব্যক্তিদের দেহ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে মাটিতে বসে অনেক ভক্তকে অঝোরে কাঁদতেও দেখা গেছে। গঙ্গা, যমুনা ও পৌরাণিক অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থল ঘিরে এই ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। এখানকার নির্দিষ্ট স্থানে স্নান করলে পাপমোচন হয় ও জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
প্রতিদিন লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন সেখানে। গত দুই সপ্তাহে প্রায় ১৪ কোটি ৮০ লাখ মানুষ এতে অংশ নিয়েছেন। বুধবারের দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলের দিকে যাওয়া কয়েক ডজন অ্যাম্বুলেন্সকে অনুসরণ করেছেন। একাধিক ব্যক্তির মরদেহ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।