ভারতের মহাকুম্ভমেলায় পদদলিত হয়ে মৃত বেড়ে ৩০

1

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভমেলায় বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বুধবার (২৯ জানুয়ারি) কুম্ভমেলার এক চিকিৎসক আন্তর্জতিক সংবাদ সংস্থকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১টার দিকে প্রয়াগরাজ জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় আগত লাখ লাখ পূণ্যার্থী জনতা গঙ্গাস্নানের উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়।