ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয় মিরাজের কণ্ঠে

2

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ১৫ বছর আগে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারানোর পর এবারই প্রথম কোনো প্রতিষ্ঠিত দলকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করলো বাংলাদেশ। শুধু তাই নয়, এবার দলগত ও ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল দারুণ। এই সিরিজে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যাট ও বল হাতে সমভাবে নিজেকে মেলে ধরেছেন এ স্পিন অলরাউন্ডার।
মিরাজ প্রথম টেস্টে ৭৭ রানের সঙ্গে নেন ৫ উইকেট (১/৮০ ও ৪/২১)। দ্বিতীয় টেস্টে ৭৮ রানের সঙ্গেও ৫ উইকেট দখলে নেন তিনি। দুই টেস্ট মিলিয়ে ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হন ডানহাতি অলরাউন্ডার। দুই ম্যাচের সিরিজে একজন অফস্পিন অলরাউন্ডারের পক্ষে এর চেয়ে ভালো কিছু করা যে খুব কঠিন। কারণ, মিরাজের ব্যাটিং পজিশন ছিল ‘আট’। বোলিংয়েও এসেছেন বেশ পরে। তারপরও দলের হয়ে সেরা অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করার পিছনে মিরাজের অবদান অনেক। মনে রাখার মতো অলরাউন্ড পারফর্ম করার পরও মিরাজ হাওয়ায় ভাসতে নারাজ।
তিনি জানেন, ভারতের সঙ্গে সিরিজ সহজ হবে না। রোহিত শর্মার দলের সঙ্গে টেস্ট সিরিজটি হবে বেশ কঠিন ও চ্যালেঞ্জিং। তিনি মানছেন, এই সফরে বাংলাদেশকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।
সোমবার শেরে বাংলায় গণমাধ্যমের সামনে মিরাজের কথায় শোনা গেছে আত্মবিশ্বাসের সুর। পাকিস্তানের মাটিতে দারুণ খেলেছে দল। এখন আশা ভারতের মাটিতেও ভালো খেলা। তবে সে ভালো খেলাটা সহজ হবে না। কারণ, দল হিসেবে ভারত অনেক সমৃদ্ধ ও শক্তিশালী। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে।
মিরাজ বলেন, ‘প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি ও সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’