স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর অপেক্ষা ফুরোতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। পুরো বাংলাদেশ এখন হামজার অপেক্ষায়। ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এলেও তার আগমন নিয়ে আগ্রহের কমতি নেই। শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুপুরে ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরবেন হামজা। আজ সোমবার (১৭ মার্চ) বিশেষ ফ্লাইটে ১১টা ৪০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এই মিডফিল্ডার। সঙ্গে থাকবে পরিবারের অন্যান্য সদস্যরা। ইংলিশ ফুটবলে বেড়ে ওঠা এই তারকার আগমনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সিলেট বিমানবন্দরে হামজাকে বরণ করে নেবেন বাফুফের এক্সিকিউটিভ কমিটির একটা দল। ১৭ তারিখ দেশে এলেও ১৮ তারিখ নিজ বাড়িতে একান্ত সময় কাটাবেন হামজা। সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম নিয়োগ করবে বাফুফে। হামজার সঙ্গে আসছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা আগেই চলে এসেছেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে নতুন জার্সি পাচ্ছে হামজা-জামালরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে বাফুফের কিট স্পন্সর দৌড়। আর নতুন জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ভূচিত্রাবলি। নতুন এই জার্সির দাম ১৪০০ টাকা।