ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে বুমরাহ-শামি

1

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি জাসপ্রিত বুমরাহ। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা নিয়ে তৈরি হয় একরকম অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত তাকে রেখেই দল ঘোষণা করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। ১৫ সদস্যের দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা, সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ শামিও। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৭৫২ রানে করেও জায়গা পাননি করুণ নায়ার। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
এদিকে, ভারতের সবগুলো ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তারা। ভারতের স্কোয়াড: রোহিত (অধিনায়ক), শুভমান (সহ-অধিনায়ক), বিরাট , শ্রেয়াস, লোকেশ রাহুল, হার্দিক, অক্ষর, ওয়াশিংটন সুন্দর, বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা।