ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

1

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে হেরেছে তারা। গতকাল ভুটানে থিয়াম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশের যুবারা। ভারতের হয়ে গোল দুটি করেন মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আরবাশ। আসলে শোধ দেওয়ার মতো তেমন কোনো আক্রমণই করতে পারেনি বাংলাদেশ। ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়েছেন নাজমুল হুদা ফয়সাল-অপু রহমানরা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে পঞ্চম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-০ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারত।