ভারতীয় মতে বাগদান সারলেন ম্যাক্সওয়েল

24

ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন গেøন ম্যাক্সওয়েল। ইন্টারনেটের সৌজন্যে সে খবর অজানা নয় ক্রিকেট অনুরাগীদের। আর এবার কুর্তা পরে একেবারে ভারতীয় সংস্কৃতি মেনেই প্রেমিকার সঙ্গে বাগদান পর্বটা সেরে নিলেন অজি পিঞ্চ হিটার।
রবিবারই ঘটা করে বাগদান সেরেছেন ম্যাক্সওয়েল-ভিনি। সোশ্যাল মিডিয়ায় তাদের বাগদান পর্বের ছবি পোস্ট করেছেন পেশায় ফার্মাসিস্ট ম্যাক্সওয়েলের হবু স্ত্রী। পরিবারের সঙ্গে সবুজ কুর্তায় ছবিতে নজর কেড়েছেন ম্যাক্সওয়েল। ইনস্টাগ্রামে বাগদান অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন ভিনি। ম্যাক্সওয়েলের পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবতী বলেছেন ভিনি।