ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

4

পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে আড়াই মাস আগে। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোহিত শার্মা, ভিরাট কোহলিদের বাংলাদেশে আসা নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। মিরপুরের বিসিবি কার্যালয়ে সোমবার ৬ ঘণ্টার বেশি সময় ধরে চলা পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এটি জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আইসিসি ভবিষ্যৎ সফর সূচির অংশ এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ অগাস্ট বাংলাদেশে আসার কথা ভারতের।