শহর কুতুব হযরত শাহ আমানত খান (রহ.) এর বার্ষিক উরস শরীফের আলোচনায় পীরে তরিকত শাহজাদা হাকিম ইজাজউদ্দীন মুহাম্মদ আজিম খান (মজিআ) বলেন, বৃটিশ শাসনের কবল থেকে চট্টগ্রাম সহ ভারতবর্ষ উদ্ধারে শহর কুতুব হযরত শাহ্ আমানত খান (রহ.) ভূমিকা অনন্য। বৃটিশ শাসনের অধীনে চট্টগ্রাম কোটে হযরত শফি শাহ্ প্রকাশ বদনা শাহ্ (রহ.) যখন বিচার সম্পন্ন করল তৎপরবর্তীতে হযরত শাহ্ আমানত খান (রহ.) চট্টগ্রাম কোটের বিচারপতি পাখা উড়ানোর দায়িত্ব নিয়ে বিচার নিয়ে কঠিন হতাশায় নিমজ্জিত বিচারপ্রার্থীকে সহযোগিতা করে যে আধ্যাত্মিক শক্তির জানান দিয়েছিল তার কারণে আজ চট্টগ্রাম নগর বিশ্বের অন্যতম তিলোত্তমা নগরীতে পরিণত হয়েছে।
ওরশ শরীফে উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ ফায়াজ আদহাম খান (শাদমান), বাবাজান কেবলার আশেকীন, দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ জিয়ারত কারীরা। সর্বশেষে মিলাদ, কেরাম মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে উরস শরীফ সুসম্পন্ন হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত শাহজাদা হাকিম ইজাজউদ্দীন মুহাম্মদ আজিম খান (মজিআ)। বিজ্ঞপ্তি