কলকাতার চিকিৎসকদের বিক্ষোভ নিয়ে মমতা সরকার অনড় অবস্থান নিয়েছে। এমনটাই দাবি করছেন নবীন চিকিৎসকরা। আর এবার সরকারের এই অনড় মনোভাবের বিরোধীতা করে ভারতব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিলো আবাসিক ও নবীন চিকিৎসকদের জয়েন্ট অ্যাকশন ফোরাম।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভুবনেশ্বর ও বেঙ্গালুরু থেকে ভিডিও বিবৃতি জারি করে ‘প্রশাসনের নিষ্পৃহতা’ নিয়ে সরব হয়েছে চিকিৎসকদের এই সংগঠন। বিবৃতিতে তারা বলেছে, পশ্চিমবঙ্গের যে নবীন ও আবাসিক চিকিৎসকরা আন্দোলন করছেন, তাদের কারও বিরুদ্ধে যদি কোনও পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তারা দেশব্যাপী আন্দোলনে নামবে। সেটা হরতাল হতে পারে, কর্মবিরতি হতে পারে, নির্দিষ্ট কোনও কর্মসূচি তারা ঘোষণা করেনি।
প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে হতাশ অল ইন্ডিয়া রেসিডেন্ট জুনিয়র ডক্টর্স জয়েন্ট অ্যাকশন ফোরাম। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন, কিন্তু চিকিৎসকদের দাবি মেনে সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে অস্বীকার করেছে সরকার – এই প্রতিটি বিষয়েই তীব্র সমালোচনা করেছে জয়েন্ট অ্যাকশন ফোরাম।