পটিয়া প্রতিনিধি
পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও গ্রামের বড়ুয়া পাড়ায় বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমল বড়ুয়ার বাড়ি ঘরে হামলা চালিয়েছে প্রতিপক্ষ জয় প্রিয় বড়ুয়া, তেজ প্রিয় বড়ুয়া, রিজেন বড়ুয়ার লোকজন। আলী আকবর নামের এক সাবেক ইউপি সদস্যের নেতৃত্ব ৬০-৭০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীদল এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন কৃশান বড়ুয়া নামে এক ভুক্তভোগী পুলিশ সদস্য। শনিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে কমল বড়ুয়ার বাড়িতে এ হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা বলছে, কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও গ্রামের বড়ুয়া পাড়ার কমল বড়ুয়ার আরএস মূলে পৈত্রিক বসত বাড়ির জায়গা নিয়ে পাশ্ববর্তী একই জায়গার মধ্যে বসতভিটার সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে গত ১৫ মে প্রতিপক্ষের হামলার ভয়ে ভুক্তভোগী কমল বড়ুয়া পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। সে ডায়েরির প্রেক্ষিতে উভয় পক্ষের লোকজনকে থানায় বৈঠকে ডাকা হয়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা করে, অগ্নিসংযোগ করে। বার বার ফোন করেও ওসি ফোন রিসিভ করেনি। রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের লোকজন থানায় ওসির সাথে বৈঠক করছিলেন বলে জানা যায়।