ভাড়া নিয়ে তর্ক-বিতর্কে যাত্রীকে ছুরিকাঘাত

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মাত্র ৬০ টাকা রিকশা ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের সময় আবদুল আজিজ (৩৫) নামের এক যাত্রীকে ছুরিকাঘাত করেছেন রিকশাচালক ও তার চাচাতো ভাই। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা চালক ও তার আত্মীয়কে গণপিটুনি দেয়। অভিযুক্ত রিকশাচালকের নাম সাজ্জাদ হোসেন (১৮) ও তার চাচাতো ভাই আবিদ (১৮)।
আহত রিকশাযাত্রী আবদুল আজিজ পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজরপাড়া গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে। গণপিটুনিতে আহত রিকশাচালক সাজ্জাদ হোসেন চন্দনাইশের দোহাজারীর চাগাচর গ্রামের ফয়েজ আহদের ছেলে। তার সাথে গণপিটুনিতে আহত চাচাতো ভাই আবিদ (১৮) মোহাম্মদ জামালের ছেলে। আহত তিনজনকেই চমেক হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নতুন বাস স্টেশনের গিরিশ চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, হাইদগাঁও থেকে কচুয়াই গিরিশ চৌধুরী বাজার এলাকায় যান যাত্রী আবদুল আজিজ। গন্তব্যে পৌঁছানোর পর তিনি রিকশা ভাড়া পরিশোধ না করে চলে যেতে চাইলে রিকশাচালকের সাথে প্রথম দফায় বিতন্ডা হয়। পরে রিকশা চালক ভাড়া আদায় করতে না পেরে পটিয়ার ডাক বাংলো মোড় এলাকা থেকে তার চাচাতো ভাই আবিদকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে সেখানে ওই যাত্রীকে দেখতে পেয়ে তার উপর চালক ও তার চাচাতো ভাই চড়াও হয়। এ সময় রিকশা চালকের চাচাতো ভাই আবিদ ছুরি মারেন যাত্রী আজিজকে। এতে ঘটনাস্থলেই যাত্রী আজিজের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় জনতা তাড়া করে চালক ও তার চাচাতো ভাইকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল বলেন, তাদের দুইজনকে স্থানীয়রা গণধোলাই দেয়। পরে আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেকে প্রেরণ করেন।