সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডের ভাটিয়ারিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৪৫) নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভাটিয়ারী ইউনিয়নের টোবাকো গেট পোর্টলিংক সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
জানা গেছে, ঢাকামুখি উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক ব্যক্তি কাটা পড়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সীতাকুন্ডের ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তাপস চন্দ্র মিত্র বলেন, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত যুবক ট্রেনে কাটা পড়লে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। যুবকের পরিচয় পাওয়া যায়নি।