ভাটিখাইন মির্জা আলী-লেদু শাহ দাখিল মাদ্রাসায় সভা

1

পটিয়া উপজেলার ভাটিখাইন মির্জা আলী-লেদু শাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক সভা, ওরশ মাহফিল এবং ভাটিখাইন উন্নয়ন ফোরামের পক্ষে ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ ও বিপর্যস্তদের ছাগল বিতরণ গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
সংগঠক আশিকুল মোস্তফা তাইফুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল বশর, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মো. খায়রুল বশর, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম, রাজনীতিবিদ মো. ইউনুছ, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন, এডভোকেট বুরহান উদ্দিন।
সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল মাবুদ ইসলামাবাদী। বক্তব্য রাখেন ভাটিখাইন উন্নয়ন ফোরামের প্রতিনিধি এ এইচ এম কাউসার, আমিনুল ইসলাম আমিন, মো. নাছির, আবু তালেব প্রমুখ। এসময় গরু চুরি হওয়া প্রান্তিক কৃষক সুজিত বড়ুয়া, জসিম উদ্দিন, নুরু ড্রাইভার, মো. আবদুল জলিল (টাইগার), খোকনের বউ (বিধবা), আলমগীর আলম, স্বপন সরকার, মো. ফুরকান, নিতীশ বড়ুয়াসহ ৯ জনকে প্রথম ধাপে ছাগল প্রদান করা হয়।
যা পরবর্তী ধাপেও স্বাবলম্বী প্রজেক্ট এর আওতায় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম কর্ণধার আশিকুল মোস্তফা তাইফু। বিজ্ঞপ্তি