ভাইকে হারিয়ে শোকস্তব্ধ চিরঞ্জিৎ

0

ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জিতের ছোট ভাই মারা গেছেন। ২৫ জুন মারা যান অমিতাভ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ভাইকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন চিরঞ্জিৎ।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “ঘটনাটি ঘটেছে ২৫ জুন। সকাল ৮টায় ঘুম থেকে উঠল। ওর স্ত্রী মজা করে বলল, ‘আজ তুমি অনেকক্ষণ ঘুমালে।’ তখন অমিতাভ বলে, ‘হ্যাঁ আজ ভালো ঘুম হয়েছে।’ এরপরই কলিং বেল বেজে ওঠে। কে এসেছে তা দেখতে ওর স্ত্রী বারান্দায় যায়। ফিরে এসে দেখে অমিতাভের কোনো সাড়াশব্দ নেই, চুপচাপ শুয়ে আছে। ঘুম থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাটা ঘটে যায়।”
স্মৃতিকাতর হয়ে চিরঞ্জিৎ বলেন, “ও আমার চেয়ে ৬ বছরের ছোট ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো চলে যাওয়ার মতো তো ওর কিছুই হয়নি। খালি মনে হচ্ছে, মাকে দেখেছি ওকে কোলে করে বাড়ি নিয়ে আসতে। একসঙ্গে খেলা, খাওয়া, ঘুম। এত সুন্দর সময় কাটানোর পর ওকে শ্মশানেও পাঠাতে হলো আমায়। এটা তো দাদা হিসেবে আমার দুর্ভাগ্য।”
কয়েক দিন আগে বুকে ব্যথা অনুভব করেছিলেন অমিতাভ। চিকিৎসক ইসিজি করতে বলেছিলেন। রিপোর্টে সমস্যা না পাওয়ায় ইকো কার্ডিওগ্রাম করার পরামর্শ দেন ডাক্তার। কিন্তু গুরুত্ব দেননি অমিতাভ। এ বিষয়ে চিরঞ্জিৎ বলেন, “ও বলেছিল আমি তো ঠিক আছি, কেন টেস্ট করাব। আর সেটাই সর্বনাশ ডেকে আনল।
মারা যাওয়ার দিন সকালে ঘুম থেকে অমিতাভ তার স্ত্রীকে বলেছিলেন—“অনেক দিন পর রাতে ভালো ঘুম হয়েছে।” এ কথা স্মরণ করে চিরঞ্জিৎ বলেন, “এটাই ওর বলা শেষ কথা। মুহূর্তের মধ্যেই সব শেষ। হাসপাতালে নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি। সত্যি বলতে, এভাবে চলে যাওয়াটা ওর জন্য হয়তো খুব সুন্দর। কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর।”
চিরঞ্জিৎ অভিনয়ের মানুষ হলেও অমিতাভ এই অঙ্গনের কেউ ছিলেন না। আর্ট কলেজে পড়াশোনা করেছিলেন। খুব ভালো ছবি আঁকতেন বলেও জানান চিরঞ্জিৎ।