ভয় দেখিয়ে এক কলেজ ছাত্রীর কাছ থেকে প্রায় ২১ ভরি সোনা ও দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে আসামি শাফায়েত উল্লাহ আকাশকে (১৯) গ্রেপ্তারের তথ্য দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার রাতে আকাশকে নগরীর চকবাজার এলাকার একটি শপিং মলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ সাতকানিয়া থানার দেওদিঘী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তার কাছ থেকে আত্মসাৎ করা ১৬ ভরি স্বর্ণালংকার এবং স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। খবর বিডিনিউজের
গতকাল শুক্রবার নগরীর দামপাড়া পুলিশ লাইনসে সিএমপি মিডিয়া সেন্টারে হওয়া সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, অভিযোগকারী শিক্ষার্থী নগরীর একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আড়াই মাস আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রæপের মাধ্যমে শাফায়েত উল্লাহ আকাশের সঙ্গে ওই ছাত্রীর (১৮) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে কৌশলে আকাশ ওই ছাত্রীর কিছু ছবি নেয়।
পুলিশ বলছে, আকাশ ছবিগুলো এডিট করে ‘আপত্তিকর ও অশ্লীল’ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীর কাছ থেকে দুই লাখ টাকা দাবি করে।
পুলিশ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, তখন ওই ছাত্রী টাকা দিতে পারবে না জানালে আকাশ তাকে বাসা থেকে স্বর্ণালংকার এনে দিতে বলে। ভয়ে হয়ে ওই ছাত্রী প্রথমে ৫ মার্চ নিজের মায়ের এক জোড়া চুড়ি এনে আকাশকে দেয়। পরে বিভিন্ন সময় পরিবারের সদস্যদের অগোচরে কয়েক দফায় মায়ের ১০ ভরি ওজনের মোট চার জোড়া চুরি, চার ভরি ওজনের তিনটি গলার চেইন, এক ভরি ওজনের ছয়টি আংটি এবং চার ভরি ওজনের দুটি নেকলেস ও দুই জোড়া কানের দুল আকাশকে দেয় বলে জানায় পুলিশ। পুলিশ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এসব অলংকারের পরিমাণ প্রায় ২১ ভরি, যার বাজার মূল্য ৩১ লাখ টাকার বেশি। এরপরও আকাশ ওই ছাত্রীকে আবার দুই লাখ টাকা এনে দিতে বলে এবং তা না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিট করা ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ১৫ এপ্রিল দুপুরে নগরীর চেরাগী পাহাড় মোড়ে আকাশকে ৩০ হাজার টাকা দেয় ওই ছাত্রী। এরপর কয়েক দফায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা দেয় আকাশকে। এরপরও আকাশ টাকা চাইতে থাকলে ওই কলেজ ছাত্রী কোতোয়ালী থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আকাশকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আকাশের কাছ থেকে আত্মসাত করা ১৬ ভরি সোনার গহনা এবং অলংকার বিক্রির ৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি আকাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।